জাফলংয়ে গুলিতে নিহত যুবকের লাশ দিয়েছে বিএসএফ

ভারতীয় খাসিয়াদের গুলিতে নিহত যুবক মো. কবির হোসেনের মরদেহ হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহটি হস্তান্তর করা হয়।

নিহত কবির হোসেন (৩২) উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের চম্পকনগর গ্রামের আব্দুল করিমের ছেলে। বিজিবি ও পুলিশ জানায়, গত মঙ্গলবার জাফলংয়ের মায়াবতী ঝর্ণার পাশ দিয়ে ভারতীয় সীমানার ভেতর মায়াবতী এলাকায় ঢুকে পড়েন কবির হোসেন। এ সময় তার সঙ্গে ছিলেন একই গ্রামের সেলিম মিয়া ও কামিল মিয়া।

ভারতীয় খাসিয়ারা তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে। সেলিম ও কামিল দৌড়ে বাংলাদেশ সীমান্তে চলে আসেন; কিন্তু কবির হোসেন আসতে পারেননি। গত বৃহস্পতিবার মায়াবতী ঝর্ণার পাশে কবির হোসেনের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

বিষয়টি গোয়াইনঘাট থানায় জানান স্থানীয় ইউপি সদস্য ফারুক হোসেন। মরদেহটি ভারতীয় এলাকায় থাকায় বিষয়টি নিয়ে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক করে বিজিবি। এরই পরিপ্রেক্ষিতে শনিবার সকালে মরদেহ হস্তান্তর করে বিএসএফ।