কে জিতবে এবারের ফাইনাল?

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রাতে মুখোমুখি হচ্ছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও ইংলিশ ক্লাব লিভারপুল।

ফ্রান্সের স্তাদে দে ফ্রান্স স্টেডিয়ামে বাংলাদেশ সময় রোববার রাত ১টায় শুরু হবে ম্যাচটি।

কে জিতবে এবারের ফাইনাল? কার হাতে যাবে ইউরোপের শ্রেষ্ঠত্বের ট্রফি? রিয়াল মাদ্রিদের করিম বেনজেমা নাকি লিভারপুলের মোহাম্মদ সালাহর হাতে?

লিভারপুলের এবারের মৌসুমটা গেছে দুর্দান্ত। জিতেছে দুটি ঘরোয়া প্রতিযোগিতার শিরোপা। তবে অল্পের জন্য প্রিমিয়ার লিগের শিরোপা জিততে পারেনি তারা।

ফলে লিভারপুল তাদের মৌসুমটা শেষ করতে পারে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল জয়ের মাধ্যমে।

অন্যদিকে রিয়াল মাদ্রিদ তাদের ঘরোয়া প্রতিযোগিতা লা লিগার শিরোপা নিশ্চিত করে ফেলেছে।

তাদের লক্ষ্য এখন ইউরোপ সেরা হওয়া।

রিয়াল মাদ্রিদ ও লিভারপুল সর্বশেষবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলেছিল ২০১৮ সালে। সেবার রেডদের হারিয়ে রেকর্ড ১৩তম শিরোপা ঘরে তুলেছিল রিয়াল।

এবারের ফাইনালটি তাই লিভারপুলের জন্য প্রতিশোধ নেওয়ার ম্যাচও। লিভারপুল তারকা মোহাম্মদ সালাহ বলেছেন একই কথা। বলেছেন, এটি প্রতিশোধ নেওয়ার ম্যাচ।

অন্যদিকে করিম বেনজেমা বলেছেন, তার লক্ষ্য হলো দলের হয়ে ম্যাচটি জেতা।