ভারতকে টপকে গেল পাকিস্তান

ওয়েস্ট ইন্ডিজকে ঘরের মাঠে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করে ভারতকে টপকে গেল পাকিস্তান।

গত ফেব্রুয়ারিতে ওয়ানডে ম্যাচ খেলে ভারত। এরপর গত চার মাসে অস্ট্রেলিয়ার পর উইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজ খেলে পাকিস্তান।

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জয় পায় বাবর আজমের নেতৃত্বাধীন দলটি। আর উইন্ডিজের বিপক্ষে সদ্য শেষ হওয়া ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে জয় পায় পাকিস্তান।

অস্ট্রেলিয়ার পর উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের মধ্য দিয়ে আইসিসির সদ্য ঘোষিত র্যাংকিংয়ে ভারতকে পেছনে ফেলে চার নম্বরে উঠে এলো পাকিস্তান। পাঁচে নেমে গেছে ভারত।

ওয়ানডে র্যাংকিংয়ে কে এগিয়ে-

১. নিউজিল্যান্ড ১২৫ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে।

২. ইংল্যান্ড ১২৪ রেটিং পয়েন্ট।

৩. অস্ট্রেলিয়া ১০৭ রেটিং পয়েন্ট।

৪. পাকিস্তান ১০৬ রেটিং পয়েন্ট।

৫.ভারত ১০৫ রেটিং পয়েন্ট।

৬.দক্ষিণ আফ্রিকা ৯৯ রেটিং পয়েন্ট।

৭. বাংলাদেশ ৯৫ রেটিং পয়েন্ট।

৮. শ্রীলঙ্কা ৮৭ রেটিং পয়েন্ট।

৯. ওয়েস্ট ইন্ডিজ ৭২ রেটিং পয়েন্ট।

১০. আফগানিস্তান ৬৯ রেটিং পয়েন্ট।