হাসপাতালে নবজাতক রেখে পালালেন বাবা-মা

হাসপাতালে নবজাতক রেখে পালালেন বাবা-মা

তিন দিনের এক মেয়ে নবজাতককে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে রেখে পালিয়েছেন বাবা-মা।

বুধবার (২২ জুন) দুপুর পৌনে ২টার দিকে জরুরি বিভাগের পাশ থেকে নবজাতক উদ্ধারের বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন ঢামেকের আনসার প্লাটুন কমান্ডার (পিসি) আবদুর রউফ।

তিনি বলেন, আমরা জানতে পারি দুপুরের দিকে সিটি স্ক্যান কক্ষের পাশে কাপড়ে মোড়ানো অবস্থায় একটি মেয়ে নবজাতককে ফেলে পালিয়ে যান স্বজনরা। পরে আমরা বিষয়টি হাসপাতালের পুলিশ ক্যাম্পে জানাই।

আব্দুর রউফ বলেন, পাশে থাকা কয়েকজন জানিয়েছে ঘটনাস্থলে একজন পুরুষ ও এক নারী অনেকক্ষণ বসে ছিল। পরে তারা সুযোগ বুঝে নবজাতকটিকে ফেলে পালিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, ধারণা করা হচ্ছে পালিয়ে যাওয়া ‍দুজনই ওই নবজাতকের বাবা-মা। বিষয়টি শাহবাগ থানায় জানানো হয়েছে।