‘মদের সঙ্গে কাজুবাদাম খাওয়ার জন্য দাম কমানো হয়েছে’

‘মদের সঙ্গে কাজুবাদাম খাওয়ার জন্য দাম কমানো হয়েছে’

২০২২-২৩ অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেটে রাঘব বোয়ালদের জন্য সুব্যবস্থা রাখা হয়েছে বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।

তিনি বলেন, প্রস্তাবিত বাজেটে শ্রম ও কর্মসংস্থান, শিল্প, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা, মহিলা ও শিশুবিষয়ক এবং আইন মন্ত্রণালয়ের উন্নয়ন বরাদ্দ কমিয়ে ৪২% ব্যয় রাঘব বোয়ালদের জন্য রাখা হয়েছে।

প্রস্তাবিত বাজেটে গণতন্ত্র প্রতিষ্ঠার কোনো রূপরেখা নেই উল্লেখ করে ডা. জাফরুল্লাহ বলেন, রোহিঙ্গা সমস্যা বিদ্যমান থাকাবস্থায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের উন্নয়ন কমানো মারাত্মক ভুল হয়েছে। পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনায় বরাদ্দ দ্বিগুণ করা উচিত ছিল।

তিনি আরও বলেন, প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্যসেবায় সবচেয়ে বেশি অবমূল্যায়ন করা হয়েছে। গ্রামে চিকিৎসক রাখার জন্য প্রণোদনা বাড়ানোর দরকার ছিল বাজেটে।

জাফরুল্লাহ চৌধুরী বলেন, শিক্ষার ওপর কর আরোপ করা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। দেশে বিচার হয় না বলেই বিচার বিভাগের ব্যয়ও কমিয়ে দেওয়া হয়েছে। সুষ্ঠু ভোট হয় না, তাই নির্বাচন কমিশনের উন্নয়ন বাজেট কমিয়ে দিয়েছে সরকার। বড়লোকের মদের সঙ্গে কাজু বাদাম খাওয়ার জন্য তার দাম কমানো হয়েছে।

গণস্বাস্থ্য কেন্দ্রে প্রতিষ্ঠাতা আরও বলেন, শান্তি সহিঞ্চুতা ও জনবল সৃষ্টি জন্য বরাদ্দ প্রয়োজন। বিশেষ করে ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রে সার্বক্ষণিক অবস্থানের জন্য পর্যাপ্ত প্রণোদনা দেওয়া। অতিরিক্ত বরাদ্দের উৎসের মধ্যে বিদেশে কর্মসংস্থান, দেশে বিদেশি ছাত্রদের অধ্যায়ন, মদ তামাক, প্রসাধনীর ওপর শতগুণ শুল্ক বৃদ্ধি করা দরকার।