সিলেটে আবারও বাড়ছে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা

সিলেটে আবারও বাড়ছে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা

সিলেটে স্মরণকালের ভয়াবহ বন্যার পানি এখনও পুরোপুরি নামেনি। এরই মধ্যে আবারও বাড়ছে জেলার প্রধান নদ-নদীর পানি। পানি নামতে না-নামতেই আবারও বাড়তে শুরু করায় সিলেটবাসীর মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

জানা গেছে, মঙ্গলবার রাতে প্রচুর বৃষ্টি হওয়ায় ইতোমধ্যে সুরমা নদীর কানাইঘাট ও সিলেট পয়েন্টে, কুশিয়ারা নদীর আমলসিদ, শেওলা ও ফেঞ্চুগঞ্জ পয়েন্টে এবং সারি নদীর সারিঘাটে বিপৎসীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

বুধবার (২৯ জুন) সিলেট পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যা ৬টায় সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে ছিল ১৩ দশমিক ৩৫ সেন্টিমিটার, বুধবার দুপুর ১২টায় তা বেড়ে দাঁড়িয়েছে ১৩ দশমিক ৬৪ সেন্টিমিটারে। একই সময় সিলেট পয়েন্টে ছিল ১০ দশমিক ৫৯ সেন্টিমিটার, তা বেড়ে দাঁড়িয়েছে ১০ দশমিক ৭৫ সেন্টিমিটারে।

কুশিয়ারা নদীর আমলশিদ পয়েন্টে পানি বিপৎসীমার ১ দশমিক ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ ছাড়া শেওলা পয়েন্টেও কুশিয়ারার পানি বিপৎসীমার দশমিক ৪২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।