ভারী বৃষ্টিতে হবিগঞ্জে ফের বন্যা আতঙ্ক

ভারী বৃষ্টিতে হবিগঞ্জে ফের বন্যা আতঙ্ক

হবিগঞ্জ সদর, আজমিরীগঞ্জ, বানিয়াচং, নবীগঞ্জ, চুনারুঘাট, মাধবপুর ও লাখাই উপজেলার বন্যার পানি কমতে শুরু করেছে। তবে পানি কমলেও ফের ভারী বৃষ্টি হওয়ায় স্থানীদের মাঝে বন্যার আতঙ্ক সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুন) সকালে সরেজমিনে এ দৃশ্য দেখা যায়। তবে বন্যার্তদের মধ্যে এখনও ত্রাণের জন্য চলছে হাহাকার। এরই মধ্যে অনেকেরই অভিযোগ মাত্র দু-তিন কেজি চাল দিয়ে আর কেউ খবর নেয়নি।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পাহাড়ি ঢল ও কুশিয়ারা নদীর বাঁধ ভেঙে হবিগঞ্জ জেলার ৭টি উপজেলার ৫১টি ইউনিয়নের প্রায় ৭ লাখ মানুষ এখন পানিবন্দি হয়ে পড়েছে। এসব মানুষদের জন্য ইতোমধ্যে ২৫০টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের প্রধান নির্বাহী প্রকৌশলী মো. শাহনেওয়াজ জানান, কুশিয়ারা নদীর পানি বিপৎসীমনার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে বন্যার পানিপানি ধীরগতিতে কমছে।