বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সহায়তা দেওয়া হবে: ত্রাণ প্রতিমন্ত্রী

বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সহায়তা দেওয়া হবে: ত্রাণ প্রতিমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বলেছেন, সরকার সিদ্ধান্ত নিয়েছে আগামী দুই সপ্তাহ বন্যাকবলিত এলাকায় ত্রাণ কার্যক্রম চালানো হবে। বন্যায় বসতবাড়ি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে টিন এবং নগদ টাকা দেবে সরকার। এ ছাড়া যেসব রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে, সেসব রাস্তাঘাট জনচলাচল ও যানবাহন চলাচলে দ্রুত ঠিক করে দেওয়া হবে।

শনিবার দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান এমপি সুনামগঞ্জের বন্যাকবলিত এলাকা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এদিন জেলার তাহিরপুর ও ধর্মপাশা উপজেলায় বন্যাক্রান্ত পরিবারের মধ্যে তিনি ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

প্রতিমন্ত্রী বলেন, বন্যায় ক্ষতিগ্রস্থ সব বিষয় নিয়ে আমরা মন্ত্রণালয়ে একটি বৈঠক করব। সেই বৈঠকে মাঠপর্যায় থেকে একটা তালিকা তৈরি করে সুনামগঞ্জসহ বন্যাকবলিত এলাকার মানুষ যাতে পুনরায় ঘুরে দাঁড়াতে পারে, সে জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে সরকার।

একই দিন বিকালে সম্প্রতি বন্যায় সুনামগঞ্জে তাহিরপুরের বড়দল গ্রামে মাদ্রাসা ময়দানে ক্ষতিগ্রস্তদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা হিসাবে ত্রাণ বিতরণ করেন প্রতিমন্ত্রী।