জয়ের ১১৯ রান দূরে ইংল্যান্ড, ভারতের প্রয়োজন ৭ উইকেট

প্রথম ইনিংসে জোড়া সেঞ্চুরিতে ৪১৬ রান তোলে ভারত। জবাবে ২৮৪ রানে থামে ইংল্যান্ডের প্রথম ইনিংস। ১৩২ রানে এগিয়ে থাকা টিম ইন্ডিয়াকে দ্বিতীয় ইনিংসে বেশিদূর যেতে দেয়নি ইংলিশ বোলাররা। চতুর্থ দিনে জসপ্রিত বুমরাহর দলকে ২৪৫ রানে আটকে দেয় বেন স্টোকসরা। দিনের বাকি অংশে ৩৭৮ রানের টার্গেটে ৩ উইকেট হারিয়ে ২৫৯ রান তুলে নেয় জনি বেয়ারস্টো-জো রুটরা। অ্যাজবাস্টন টেস্টের শেষ দিনে জয়ের জন্য ইংলিশদের প্রয়োজন ১১৯ রান। আর ভারতের দরকার ৭ উইকেট। সোমবার টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করে ইংল্যান্ড। ওপেনিং জুটিতে জ্যাক ক্রলি এবং অ্যালেক্স লিচ তোলেন ১০৭ রান। ৭৬ বলে ৪৬ করে ক্রলি আউট হলে ভাঙে এই জুটি। এরপর অবশ্য দ্রুত দুই উইকেট হারায় স্বাগতিকরা। বিজ্ঞাপন ওলি পোপ শূন্য হাতে ফেরার পর লিচ আউট হন ৫৬ রানে। ১০৯ রানে ৩ উইকেট হারানোর পর ইংল্যান্ডের হাল ধরেন জো রুট এবং জনি বেয়ারস্টো। দুই ব্যাটার মিলে দলীয় সংগ্রহে যোগ করেন ১৫০ রান। চতুর্থ দিন শেষে ১১২ বলে ৭৬ করে অপরাজিত ছিলেন রুট। পঞ্চম দিনে ৭২ রান নিয়ে ব্যাটিংয়ে নামবেন বেয়ারস্টো। ৩ উইকেটের দুটিই নেন ভারত অধিনায়ক জসপ্রিত বুমরাহ। ১৩ ওভারে ৫৩ রান খরচ করেন তিনি। অপর উইকেটটি রান আউট। এর আগে ৩ উইকেটে ১২৫ রান নিয়ে চতুর্থ দিন শুরু করে ভারত। ১৫৩ রানে চতুর্থ উইকেট হিসেবে সাজঘরে ফেরেন দুর্দান্ত খেলা চেতেশ^র পূজারা। ১৬৮ বলে ৮ বাউন্ডারিতে ৬৬ রান করেন এই ওপেনার। ঋষভ পন্ত থামেন ৫৭ রানে। ৮৬ বলের ইনিংসটিতে ৮টি বাউন্ডারি হাঁকান এই উইকেটরক্ষক ব্যাটার। এরপর আর কেউই যুসতই ব্যাট করতে পারেননি। শ্রেয়াস আইয়ার ২৬ বলে ১৯, রবীন্দ্র জাদেজা ৫৮ বলে ২৩ এবং মোহাম্মদ শামি ১৪ বলে ১৩ রান করেন। বাকিদের কেউই ছুঁতে পারেননি দুই অঙ্কের ঘর। ইংল্যান্ড অধিনায়ক সবচেয়ে ভালো বল করেন। ১১.৫ ওভারে ৩৩ রানে ৪ উইকেট নেন তিনি। দুটি করে উইকেট পান স্টুয়ার্ট ব্রড এবং ম্যাথিউ পটস। একটি করে উইকেট নেন জেমি অ্যান্ডারসন এবং জ্যাক লিচ।