হাওড়ে মাছ ধরতে গিয়ে নিখোঁজ পল্লী বিদ্যুৎ কর্মকর্তা

হাওড়ে মাছ ধরতে গিয়ে নিখোঁজ পল্লী বিদ্যুৎ কর্মকর্তা

কিশোরগঞ্জের হাওড়ের ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম অলওয়েদার সড়ক সেতুর কাছে জাল দিয়ে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়েছেন মো. হুসাইন (৩৫) নামে এক পল্লী বিদ্যুৎ কর্মকর্তা।

সোমবার সন্ধ্যায় এ অলওয়েদার সড়কপথের দ্বিতীয় সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ মো. হুসাইন উপজেলা পল্লী বিদ্যুৎ অফিসের সুপারভাইজার। তিনি নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরহাসান গ্রামের নুর মোহাম্মদের ছেলে।

নৌপুলিশ ও সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা যায়, সোমবার বিকালে পল্লী বিদ্যুৎ সমিতির এ কর্মকর্তা জাল দিয়ে মাছ ধরার জন্য অলওয়েদার সড়কের দ্বিতীয় সেতুর কাছে জাল নিয়ে মাছ ধরতে যান। মাছ ধরার কোনো এক সময় পানিতে ডুবে নিখোঁজ হন তিনি। খবর পেয়ে নৌপুলিশ এবং ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাকে উদ্ধারের জন্য অভিযান চালিয়ে যাচ্ছে। তবে এখনো পর্যন্ত নিখোঁজ পল্লী বিদ্যুৎ কর্মকর্তার সন্ধান মেলেনি।

মিঠামইন নৌপুলিশ উপপরিদর্শক মো. আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।