বানিয়াচংয়ে জামায়াত নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার

বানিয়াচংয়ে জামায়াত নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার

হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলা জামায়াতে ইসলামীর অন্যতম নেতা ও ৩নং দক্ষিণ পূর্ব ইউনিয়ন পরিষদের সাবেক দুবারের চেয়ারম্যান মো. হাবিবুর রহমানকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ।

রোববার রাত ৮টায় স্থানীয় গ্যানিংগঞ্জ বাজার থেকে বানিয়াচং থানার এসআই সন্তোষ কুমারের নেতৃত্বে পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে।

সূত্র জানায়, রোববার আসরের নামাজের পর স্থানীয় বড়বাজারে নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ঝটিকা মিছিল করেন জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা। এর পর থেকে পুলিশ দলটির নেতাদের গ্রেফতারে মরিয়া হয়ে ওঠে। অবশেষে রাত ৮টায় ওই শীর্ষ নেতাকে গ্রেফতারে সক্ষম হয় পুলিশ।

এদিকে বানিয়াচং থানার ওসি অজয় চন্দ্রদেব জানিয়েছেন, গত ৫ মে ২০২২ ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হায়দারুজ্জমান খান ধন মিয়া বনাম মুক্তিযোদ্ধা সালাম খানের পুত্র অ্যাডভোকেট নজরুল ইসলাম খানের মধ্যে সংঘর্ষের সময় কয়েকজন পুলিশ আহত হন। ওই সময়কার পুলিশ নির্যাতনের মামলায় হাবিবুর রহমানকে আটক করা হয়েছে।