*কাঁদিছে অন্তর*

ছবি: সংগৃহীত


শোকের মাস, করিছে বিলাপ

কাঁদিছে অন্তর বেদনায়,

কাঁদিছে জেলে, চাষি, কুলি, মজুর

কাঁদিছে বাঙালী কাঁদিছে বাংলা।

কাঁদিছে বনবীথি কাঁদিছে তরুলতা

কাঁদিছে ফুল, পাখি, রবি, শশী, তারা

কাঁদিছে তোমার ষোলো কুটি সন্তান

কাঁদিছে অগণিত আঁখিপাতা।

হে বাংলার শোকাহত মানুষ ঝরুক অশ্রুবর্ষন

এ শোকের মাস বড় নির্মম-নির্দয়-নিষ্ঠুর,

ব্যথার অক্ষম ক্রোধের রোদনে কর প্রক্ষালন,

কাঁদো বাঙালী কাঁদো আকাশ-পাতাল কাঁপিয়ে কাঁদো।

হে অবিনশ্বর, বাঙালির হৃদয় রতন

বাংলার স্থপতি যেখানে'ই থাকো

যতদূরে থাকো তোমায় প্রণলেখক :: শামীমা আক্তার জিনুতি।