মেঘনায় সাড়ে ৩ হাজার বস্তা চিনি বোঝাই ট্রলারডুবি

মেঘনায় সাড়ে ৩ হাজার বস্তা চিনি বোঝাই ট্রলারডুবি

ব‌রিশা‌লের মেঘনা নদীতে ৩ হাজার ৪২০ বস্তা চিনি বোঝাই একটি ট্রলার ডুবে গেছে।

বুধবার (১০ আগস্ট) সকাল ১০টার দিকে হিজলা উপজেলার কাইছমা খেয়াঘাট-সংলগ্ন মেঘনায় কার্গোটি ডুবে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন হিজলা নৌপুলিশ ফাড়ির ইনচার্জ বিকাশ চদ্র দে।

তিনি জানান, ফারহান-ফাহিম নামের মাঝারীমানের একটি ট্রলার নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে ফ্রেশ কোম্পানির ৩ হাজার ৭২০ বস্তা চিনি নিয়ে ভোলার উদ্দেশে রওনা দেয়। নদীতে পানি বেড়ে যাওয়ায় ট্রলার চালক ডুবোচর খেয়াল করেনি। ট্রলারটি একটি ডুবোচরে উঠিয়ে দেয়। এতে ট্রলারটির তলা ফেঁটে কাত হয়ে পড়ে। নদীতে প্রচণ্ড বাতাস ও ঢেউর তো‌রে কাত হওয়া ট্রলারে পানি ঢুকে ডুবতে থাকে। তখন টহলরত নৌপুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ট্রলারে থাকা পাঁচজনকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে।

তিনি আরও জানান, স্থানীয় জেলে নৌকা ডেকে এনে ট্রলার থেকে ৩০০ বস্তা চিনি উদ্ধার করা হয়েছে। বাকি ৩ হাজার ৪২০ বস্তাসহ ট্রলারটি ডুবে গেছে। ওই চিনি ভোলার হোসেন ট্রেডার্সের। তারা ঘটনাস্থলে এসেছে।