আমিতো আগের মত চোখে দেখি না

ছবি: সংগৃহীত

শুনো রোজিনা

আমিতো

আগের মত

চোখে দেখি না।


তুমি না তোমার বোন

দিয়েছে দর্শন

দূর থেকে দেখা গেলো

বুঝা গেলো না

আমিতো আগের মত

চোখে দেখি না।


তোমার হাসার কালে

টোল ফুটে দুই গালে

স্মৃতিতে আজো ভাসে

মুছা যাবে না

আমিতো আগের মত

চোখে দেখি না


তোমার দেয়া ফুল

গোলাপ কি বকুল

ডায়েরীর ভাঁজে আছে

প্রেমের গহনা

আমিতো আগের মত

চোখে দেখি না


ক'টা ছেলে ক'টা মেয়ে

সোনার স্বামী পেয়ে

মিষ্টি ঘরটাতে সুখের বিছানা

আমিতো আগের মত

চোখে দেখি না


আমারও দুটি মেয়ে

ধ্রুপদী, রুহিনী

এ আমার নতুন প্রেম

নতুন কাহিনী

অতীত কেমন যাবে

এখনো জানি না

আমিতো আগের মত

চোখে দেখি না


ধ্রুপদী স্কুলে পড়ে

রুহিনী কলেজে

দুজনের ঝোঁক বেশী

আউট নলেজে

মায়ের মত মেয়ে দুটি

পাশ ছাড়ে না

আমিতো আগের মত

চোখে দেখি না।


সে এক অভাগিনী

বাজায়ে হারমনি

গান গেয়ে মন নিলো

ফিরিয়ে দিলে না

অভাগিনীর নামটা প্লিজ

জানতে চেও না

আমিতো আগের মত সত্য বলি না

অভাগার কোন আর খবর রেখোলেখক :ধ্রুব গৌতম  না।