পুতিনের সেই ঘোষণার পর যা বলল চীন

ইউক্রেনে আরও ৩ লাখ সেনা পাঠাতে বুধবার একটি ডিক্রি জারি করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 

সেনাবাহিনীসহ বিভিন্ন বাহিনীতে আগে কাজ করা ও যুদ্ধের অভিজ্ঞতা সম্পন্ন তিন লাখ সেনাকে ইউক্রেনে পাঠাতে প্রস্তুত করা হবে। 

ইউক্রেনে সাম্প্রতিক সময়ে ব্যর্থ হয়েছে রুশ সেনারা। তারা খারকিভ থেকে পিছু হটতে বাধ্য হয়েছে। 

অন্যদিকে রুশ সেনাদের দখলে থাকা চারটি অঞ্চল দোনেৎস্ক, লুহানেস্ক, জাপোরিঝিয়া ও খেরসনকে রাশিয়ার সঙ্গে যুক্ত করতে গণভোট আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া। 

এ দুটি বিষয়কে সামনে রেখে নতুন করে তিন লাখ সেনা জড়ো করার সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট পুতিন। 

তিনি সেনা জড়ো করার ঘোষণা দেওয়ার পর এর প্রতিক্রিয়া জানিয়েছে চীন। 

বুধবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, তারা চায় আলোচনার মাধ্যমে একটি সমাধান বের করে এ দ্বন্দ্ব বন্ধ হোক।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেছেন, ইউক্রেন বিষয়ে চীনের অবস্থান সংগতিপূর্ণ এবং পরিস্কার। 

সূত্র: আল জাজিরা