সিলেটের তিন উপজেলায় জাতীয় পার্টির মতবিনিময়

জাতীয় পার্টির কেন্দ্রীয় সম্মেলনকে সফল করতে সিলেটে প্রস্তুতি শুরু হয়েছে। ছাত্রসমাজের সাবেক কেন্দ্রীয় নেতা ও সম্মেলনের সিলেট বিভাগীয় মুখপাত্র মুজিবুর রহমান ডালিমের উদ্যোগে জৈন্তাপুর, কানাইঘাট ও গোয়াইনঘাটে মতবিনিময় সভা হয়েছে। 

গত তিন দিন এই তিন উপজেলায় মতবিনিময় ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। জাতীয় কেন্দ্রীয় সম্মেলনের সিলেট বিভাগীয় মুখপাত্র ও ছাত্রসমাজের সাবেক কেন্দ্রীয় নেতা মুজিবুর রহমান ডালিমের উদ্যোগে প্রস্তুতি সভা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। 

এরই অংশ হিসেবে বৃহস্পতিবার রাতে জৈন্তাপুরের চিকনাগুলে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জৈন্তাপুর উপজেলা জাতীয় পার্টির প্রবীণ নেতা মাহমুদ আলীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন- জাতীয় পার্টির নেতা মকবুল আলী, আব্দুল জলিল, মোস্তাকিন আহমদ, আব্দুল কাদির, মো. কামাল উদ্দিন, রেনু মিয়া, আব্দুশ শহীদ, জয়নাল আবেদীন, ইমাম হোসেন প্রমুখ। 

সারিঘাটের কার্যালয়ে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জাতীয় পার্টির প্রবীণ নেতা কুদরত উদ্দিন।  বক্তব্য রাখেন- সাবেক ছাত্রনেতা সালেহ আহমদ, স্বেচ্ছাসেবক পার্টির নেতা সাইফুল ইসলাম, জাতীয় পার্টি নেতা লাল মিয়া, উপজেলা ছাত্রসমাজের সাধারণ সম্পাদক রাজু আহমদ, স্বেচ্ছাসেবক পার্টির নেতা সুহেল আহমদ প্রমুখ। 

গোয়াইনঘাটের জাফলং পর্যটন এলাকায় জাতীয় পার্টির কার্যালয়ে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পার্টির নেতা আলাউদ্দিন। এ সময় বক্তব্য রাখেন- পর্যটন এলাকার ব্যবসায়ী খায়রুল ইসলাম, মাওলানা নিজাম উদ্দিন, জাতীয় পার্টি নেতা আহমদ আলী, স্বেচ্ছাসেবক পার্টি নেতা সেলিম আহমদ প্রমুখ।