গিটার বাজিয়ে রাত ১২টায় মেসেজ পাঠিয়েছি : মিথিলা

গত শুক্রবার (২৩ সেপ্টেম্বর) ৪৫ বছরে পা দিয়েছেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী বাঙালি নির্মাতা সৃজিত মুখার্জি। তবে বিশেষ দিনটিতে স্বামীকে কাছে পাননি দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা।

জানা গেছে, প্রায় দুই মাস ধরেই কলকাতার বাইরে আছেন সৃজিত। শিলংয়ে সিনেমার শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি।

মিথিলা গণমাধ্যমকে জানান, ‘সৃজিত মুম্বাইয়ে থাকলে কিছু পরিকল্পনা করতে পারতাম। কিন্তু শিলংয়ে কোথায় ঘুরে ঘুরে শুটিং করছে কিছুই জানি না। উপহারও পাঠাতে পারিনি।’

তিনি আরও জানান, ‘সৃজিতের জন্মদিন উপলক্ষে গিটার বাজিয়ে রাত ১২টায় মেসেজ পাঠিয়েছি। আয়রা ওর আব্বুর জন্য একটা কার্ড বানিয়েছে। তবে বাড়িতে মাংস রান্না হয়েছে। ও (সৃজিত) দূরে থাকলেও আমরাই খাওয়াদাওয়া করেছি।’

প্রসঙ্গত, ২০১০ সালে প্রথম চলচ্চিত্র ‘অটোগ্রাফ’ পরিচালনার পরপরই আলোচনায় আসেন সৃজিত মুখার্জি। সিনেমাটি বাণিজ্যিকভাবে সফল হয় এবং সমালোচকদের দ্বারা প্রশংসিত হয়। তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি এই নির্মাতাকে। একে একে ‘রাজকাহিনী’, ‘জাতিস্মর’, ‘বেগম জান’, ‘গুমনামি’, ‘দ্বিতীয় পুরুষ’-এর মতো সিনেমা নির্মাণ করে নন্দিত হয়েছেন তিনি।