বিদেশিদের সতর্ক করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

গণতন্ত্র ও নির্বাচন ইস্যুতে সরব বিদেশি কূটনীতিকদের এক হাত নিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি। কারও নাম না নিয়ে তিনি বলেন, কেউ সীমা লঙ্ঘন করলে সরকার ভিন্ন চিন্তা করবে। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী বলেন, তাদের (বিদেশিদের) মনে রাখতে হবে আমাদের দেশের অভ্যন্তরীণ বিষয়ে তারা কতোটুকু বলতে পারবেন। তাদের দেশে অন্য দেশের কূটনীতিকরা ঠিক কতটুকু বলার অধিকার রাখেন? তাদের খেয়াল রাখতে হবে, তাদের কোনোকিছুই যেন শিষ্টাচারের বাইরে না যায়। কূটনীতিকদেরকে বাংলাদেশের সম্পর্কে বক্তব্য রাখার সময় তাদের সীমার বিষয়টি দফায় দফায় স্মরণ করিয়ে দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তারা ‘সীমা অতিক্রম করে যেতে থাকলে’ বিভিন্ন দপ্তরে তাদের প্রবেশাধিকার সীমিত করার ইঙ্গিতও দেন তিনি। বলেন, আমরা যেভাবে অতিথিপরায়ণ হয়ে সব দেশের রাষ্ট্রদূতদের জন্য আমাদের দেশের দপ্তরগুলোর দরজা খোলা রাখি, সব মন্ত্রণালয়, সকল অধিদপ্তর, সব বিভাগের জন্য এটা প্রযোজ্য; এটা যেন তারা অতিক্রম না করেন। যদি করেন তবে আমরা অন্যকিছু ভাববো। জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে বাংলাদেশের জয়, সাধারণ পরিষদে রাশিয়ার বিরুদ্ধে ভোটসহ সাম্প্রতিক যুক্তরাষ্ট্র সফর নিয়ে মন্ত্রণালয় আহুত সংবাদ সম্মেলনে গণমাধ্যম প্রতিনিধিদের নানা প্রশ্নের জবাব দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এ সময় বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে বিদেশি কূটনীতিকদের নানা বক্তব্যে বিরক্তি প্রকাশ করেন তিনি।