দক্ষিণ সুরমা উপজেলা প্রশাসনের শেখ রাসেল দিবস উদযাপন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উদযাপন করেছে দক্ষিণ সুরমা উপজেলা প্রশাসন। সোমবার (১৮ অক্টোবর) এ উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

কর্মসুচির মধ্যে ছিলো সকালে উপজেলা প্রাঙ্গনে স্থাপিত শেখ রাসেলের অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, র‌্যালি, শেখ রাসেল দিবসের কেন্দ্রীয়ভাবে আয়োজিত অনুষ্ঠান উদ্বোধন ও শেখ রাসেল পদক প্রদান অনুষ্ঠান সরাসরি সম্প্রচার, শেখ রাসেলের জীবনী আলোচনা, কুইজ, উপস্থিত বক্তৃতা, আবৃত্তি, রচনা, চিত্রাঙ্কন, প্রেজেন্টেশন প্রতিযোগীতা, শ্রেষ্ট শেখ রাসেল ল্যাব প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও দোয়া মাহফিল।

দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত লায়লা নীরা সভাপতিত্বে ও সহকারী শিক্ষা অফিসার লুৎফুর রহমানের পরিচালনায় শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উদযাপন উপলক্ষে উপজেলা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট ৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ শামসোদ্দাহা পিপিএম, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম, সহ সভাপতি রাজ্জাক হোসেন, দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুল ইসলাম, দক্ষিণ সুরমা থানার ওসি (তদন্ত) সুমন চৌধুরী, লতিফা শফি মহিলা কলেজের অধ্যক্ষ আমিরুল ইসলাম, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এমরান ফয়সল সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।