হবিগঞ্জে খেলতে খেলতে কীটনাশক পানে ২ ভাইয়ের মৃত্যু

হবিগঞ্জের সদর উপজেলার নোয়াবাদ এলাকায় রান্নাঘরে রাখা কীটনাশক খেয়ে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

রোববার (২০ নভেম্বর) দুপুরে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ইউসুফ আলী এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকালে ওই এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার নোয়াবাদ এলাকার আক্তার হোসেনের ছেলে আলী নুর হোসেন (৫) ও মোবারক হোসেন (৩)।

নিহতদের স্বজনরা জানান, রোববার সকালে দুই ভাই রান্নাঘরে খেলা করার সময় একটি ঝুড়িতে রাখা কীটনাশক খেয়ে ফেলে। এ সময় তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতদের বাবা আক্তার হোসেন জানান, রান্নাঘরের ঝুড়িতে কীটনাশক রাখা ছিল। সেখান থেকে রোববার সকালে কেউ বের করে ভুলবশত নিচে রেখে দেয়। পরে আমার দুই সন্তান রান্নাঘরে খেলার সময় কীটনাশক খেয়ে ফেলে। এ সময় অসুস্থ হয়ে পড়লে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে যাওয়ার পর আরেকজন মারা যায়।