পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় পুলিশসহ নিহত ৩, আহত ২৩

পাকিস্তানে পুলিশ সদস্যদের বহনকারী একটি গাড়ির কাছে আত্মঘাতী বোমা হামলায় একজন পুলিশ কর্মকর্তা এবং দুই বেসামরিক নাগরিকসহ তিনজন নিহত হয়েছেন।

বুধবার (৩০ নভেম্বর) দেশটির বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটার বালেলি এলাকায় এ ঘটনা ঘটে।

কোয়েটার ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (ডিআইজিপি) গোলাম আজফার মহেসারের ভাষ্যমতে, এ ঘটনায় ২০ জন পুলিশ সদস্য এবং তিনজন বেসামরিক নাগরিকসহ কমপক্ষে ২৩ জন আহত হয়েছেন।

বিস্ফোরণস্থলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওই কর্মকর্তা বলেন, বিস্ফোরণটি পুলিশ ভ্যানের কাছে ঘটেছে। বিস্ফোরণে গাড়িটি ভেঙে খাদে পড়ে যায়।

তিনি বলেন, বিস্ফোরণে মোট তিনটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে— একটি পুলিশ ট্রাক, একটি সুজুকি মেহরান এবং একটি টয়োটা করোলা। এ হামলায় ২৫ কিলোগ্রাম বিস্ফোরক ব্যবহার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আহতদের কোয়েটা সিভিল হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান মহেসার।

ওই কর্মকর্তা পরে এএফপিকে বলেন, নিহত বেসামরিক নাগরিকদের মধ্যে একজন শিশু ও একজন নারী রয়েছে।

এদিকে হামলার দায় স্বীকার করেছে নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)। জঙ্গিগোষ্ঠীটি সরকারের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি প্রত্যাহার করে তাদের যোদ্ধাদের সারা দেশে হামলা চালানোর আহ্বান জানানোর একদিন পরে এ আত্মঘাতী বিস্ফোরণটি ঘটল।

সূত্র : ডন