‘সন্ত্রাসী দাঙ্গা’র পর ব্রাজিলে গণগ্রেপ্তার

সাবেক প্রেসিডেন্ট জায়ের বলসোনারোর সমর্থকদের ‘সন্ত্রাসী’ দাঙ্গার পর গণগ্রেপ্তার চলছে ব্রাজিলে। এ পর্যন্ত প্রায় ১৫০০ মানুষকে গ্রেপ্তার করেছে কর্তৃপক্ষ। এর আগে যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলের মতোই এসব সমর্থক কংগ্রেস, প্রেসিডেন্ট প্রাসাদ, সুপ্রিম কোর্ট সহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলা চালায়। নতুন প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা শপথ নেয়ার এক সপ্তাহের মধ্যে এই দাঙ্গা হলো। তিনি এই দাঙ্গাকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছেন। প্রতিশ্রুতি দিয়েছেন জড়িতদের শাস্তি দেয়ার। এ খবর দিয়েছে অনলাইউল্লেখ্য, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের মতোই অক্টোবরে অনুষ্ঠিত নির্বাচনে পরাজয় মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছেন বলসোনারো। তবে নির্বাচনে অনিয়মের তিনিও কোনো তথ্যপ্রমাণ দিতে পারেননি। তার এমন দাবিতে ব্রাজিল বিভক্ত হয়ে পড়েছে। অন্যদিকে ১লা জানুয়ারি ক্ষমতা হস্তান্তরের অনুষ্ঠানে তিনিও ট্রাম্পের মতো উপস্থিত ছিলেন না।