রাতের ঢাকায় চীনা পররাষ্ট্রমন্ত্রীর ৫২ মিনিট

মার্কিন কর্মকর্তাদের সিরিজ সফরের মধ্যে মাত্র ৫২ মিনিটের জন্য ঢাকায় যাত্রা বিরতি করেছিলেন চীনের নতুন পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং। সোমবার দিবাগত রাতে (মধ্যরাতে) আফ্রিকার পাঁচ দেশ সফরে যাওয়ার পথে বাংলাদেশে থামেন (স্টপঅভার) তিনি। রাত ১টা ৫৮ মিনিটে চীনের পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী উড়োজাহাজটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এবং চটজলদি রিফুয়েলিং শেষ করে রাত ২টা ৫০ মিনিটে ঢাকা ছেড়ে যায়। অভ্যর্থনা জানানো থেকে বিদায় অবধি পুরোটা সময় পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বিমানবন্দরে চীনা অতিথিকে সঙ্গ দিয়েছেন। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মহসিন রেজার পাঠানো তথ্য, অডিও-ভিডিও পর্যালোচনায় এটা অনুমেয় যে, উড়োজাহাজ থেকে বোর্ডিং ব্রিজ ধরে মন্ত্রী কিন গ্যাংয়ের নেমে আসা, তাকে অভ্যর্থনা জানানোর আনুষ্ঠানিকতা এবং ভিআইপি লাউঞ্জ থেকে একই পথে ফেরার সময় বাদ দিলে আনুষ্ঠানিক আলোচনার জন্য দুই পররাষ্ট্রমন্ত্রী ৩০ মিনিটেরও কম সময় পেয়েছেন। তবে সংক্ষিপ্ত ওই বৈঠকেও তাদের মধ্যে বেশ ভালো আলোচনা হয়েছে বলে জানা গেছে। পূর্ব ঘোষিত শিডিউল মতে সোমবার দিবাগত রাত পৌনে ১টার দিকে চীনা পররাষ্ট্রমন্ত্রীর ঢাকায় পৌঁছানো এবং রাত ৩ টার দিকে ঢাকা ছেড়ে যাওয়ার কথা ছিল। জনসংযোগ কর্মকর্তার দাবি, ফ্লাইটটি যথা সময়ে ছেড়ে গেছে, কিন্তু অবতরণে বিলম্ব হওয়ায় দুই মন্ত্রীর আলাপ তথা যাত্রা বিরতির সময়টা কমে গেছে। চীনা মন্ত্রীকে বিদায়ের পর কনকনে শীত আর প্রচণ্ড বাতাসের মধ্যে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জের বাইরে অপেক্ষমাণ সংবাদকর্মীদের সঙ্গে আলাপে পররাষ্ট্রমন্ত্রী ড এ কে আব্দুল মোমেন বলেন, বাংলাদেশকে করোনার টিকা দেয়ায় চীনের পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছি। চীনের সঙ্গে বিপুল পরিমাণ বাণিজ্য ঘাটতির বিষয়টি তুলে ধরে মন্ত্রী মোমেন বলেন, বাণিজ্যে সমতা ফিরাতে চীনের বাজারে ৯৮ শতাংশ বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার দেয়ার কথা