‘গডফাদার’ ম্যালওয়্যার সম্পর্কে সাবধান করল জার্মানি

জার্মানির আর্থিক প্রতিষ্ঠানগুলোর ওপর নজর রাখা সংস্থা বাফিন সোমবার জানিয়েছে, ‘গডফাদার’ নামের একটি ম্যালওয়্যার বিশ্বের প্রায় ৪০০ ব্যাংক ও ক্রিপ্টোকারেন্সি অ্যাপের ওপর হামলা চালাচ্ছে, যার মধ্যে জার্মানিরও প্রতিষ্ঠান রয়েছে৷

এই ম্যালওয়্যার ওই সব অ্যাপ ব্যবহারকারীদের মূল ওয়েবসাইটের মতো করে সাজানো ভুয়া ওয়েবসাইটে নিয়ে যায়৷ ব্যবহারকারীদের কাছে দেখতে সেটা মূল ওয়েবসাইটই মনে হয়৷ ফলে ব্যবহারকারীরা সেখানে নিশ্চিন্তে লগইন তথ্য দেন, আর সেই তথ্য সাইবার অপরাধীদের কাছে চলে যায়৷

‘টু-ফ্যাক্টর অথেনটিকেশন কোড’ পেতে এই ম্যালওয়্যার ‘পুশ নোটিফিকেশনও’ পাঠিয়ে থাকে৷

ব্যবহারকারীদের ব্যবহৃত ডিভাইসে গডফাদার ম্যালওয়্যার কীভাবে ঢুকছে, সে ব্যাপারে নিশ্চিত হতে পারেনি বাফিন৷

বর্তমানে প্রায় ১৬ দেশের অ্যানড্রয়েড ডিভাইসে এই ম্যালওয়্যার হামলা করছে বলে জানা গেছে৷

জার্মানির তথ্য নিরাপত্তা বিষয়ক কেন্দ্রীয় সংস্থা বিএসই নিরাপদে অ্যাপ ব্যবহারের পরামর্শ দিয়ে একটি ভিডিও তৈরি করেছে ৷