আল-আজহার থেকে বাংলাদেশি ছাত্রের মর্যাদাপূর্ণ ডিগ্রি অর্জন

মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে মর্যাদাপূর্ণ ‘ইলমুল কেরাত ওয়াত তাজবিদ’ ডিগ্রি অর্জন করেছেন বাংলাদেশি শিক্ষার্থী শোয়াইব মোহাম্মদ।

সোমবার (৯ জানুয়ারি) তার হাতে আনুষ্ঠানিকভাবে এ সম্মাননা সনদ তুলে দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

দশ কেরাতের উপর ধারাবাহিক উচ্চতর এ সনদ অর্জনে তার পর্যবেক্ষক ছিলেন শায়েখ ডক্টর ফাওকি মুহাম্মদ আল জাওআদাহ। এর আগে আল আযহার বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেন শোয়াইব।

বেশ কয়েক বছরের কষ্ট ও সাধনার পর ইলমুল কেরাতের ওপর মর্যাদাপূর্ণ এ ডিগ্রি অর্জন করায় আল্লাহর শুকরিয়া আদায় করেন শোয়াইব মোহাম্মদ আজহারী। বাংলাদেশে মুসলমানদের মাঝে কেরাতের উচ্চতর চর্চা ও জ্ঞান খুবই সীমিত হওয়ায় দেশের হাফেজদের নিয়ে কেরাতের ওপর কাজের ইচ্ছা প্রকাশ করেন তিনি।

রাজধানীর শ্যামপুরের মাওলানা মোহাম্মদ মুজিবুল হকের ছেলে শোয়াইব মোহাম্মদ আল-আজহারী বাংলাদেশ থেকে দাওরায়ে হাদিস ডিগ্রি লাভ করেন। তারপর পাড়ি জমান ইসলামি জ্ঞান চর্চার অন্যতম প্রাচীন প্রতিষ্ঠান মিশরের আল-আজহারে।

এর আগে বাংলাদেশি হিসেবে শায়েখ আহমাদ বিন ইউসুফ ও হাফেজ মুস্তাজিবুর রহমান আল-আজহার থেকে ইলমুল কেরাত ওয়াত তাজবিদ ডিগ্রি অর্জন করেন।