ভালোবাসা দিবসে গরুকে আলিঙ্গনের নির্দেশ!

বিশ্ব ভালোবাসা দিবসে সবার প্রতি ভালোবাসার কথা বলা হলেও এটি সাধারণত প্রেমিক-প্রেমিকার মধ্যেই বেশি সীমাবদ্ধ থাকে। তবে ভারতে প্রায়ই ‘ভ্যালেন্টাইনস ডে’ পালনের বিরোধিতা করে বিভিন্ন সংগঠন। সেই তালিকায় নাম লিখিয়েছে বিশ্ব হিন্দু পরিষদের মতো সংগঠনও। তারা রাস্তায় নেমে এই বিশেষ দিন পালনের বিরোধিতা করেছে।

এরই ধারাবাহিকতায় কেন্দ্রীয় পশু কল্যাণ বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, ভ্যালেন্টাইনস ডে যেহেতু প্রেমের দিন, সেই কারণে গরুকে আলিঙ্গন করে সেই দিনটি পশুপ্রেম দিবস হিসেবে পালন করা হবে। সেই কারণে গরুকে আলিঙ্গন করতে হবে। অর্থাৎ গরুকে আলিঙ্গন করে প্রেমের দিনটি পালন করতে নির্দেশ দেওয়া হয়েছে।খবর এনডিটিভির।

কেন্দ্রের পক্ষ থেকে বলা হয়েছে, পাশ্চাত্য রীতি আমাদের নিজেদের রীতিকে ভুলিয়ে দিয়েছে। সে কারণেই এ সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে ৷ 

এদিকে কেন্দ্রীয় পশু কল্যাণ বোর্ডের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। তার মতে, এই নিয়মের মাধ্যমেই ভারতীয় সংস্কৃতিকে আগের রূপে ফেরানো সম্ভব।