দলীয় নেতাকর্মীর নামে মামলা দায়েরে যুবদলের নিন্দা

যুবদলের নিন্দা

সিলেট জেলা বিএনপির আহবায়ক কমিটির সাবেক সদস্য মাজহারুল ইসলাম ডালিম চেয়ারম্যান, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর মিয়া, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন নাদিম (সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক) জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন রাজীব সহ ২৯ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ১০০/১৫০ জন নেতাকর্মীকে অভিযুক্ত করে শাহপরান থানায় মিথ্যা মামলা দায়ের করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তাহা প্রত্যাহারের দাবি করেছেন সিলেট জেলা ও মহানগর যুবদলের নেতৃবৃন্দ।

বুধবার (১৫ মার্চ) এক বিবৃতিতে সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক, সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুবদলের (সিলেট বিভাগীয়) সহ সাধারণ সম্পাদক মকসুদ আহমদ এবং সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মো. সম্রাট হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন মামলা, হামলা, গ্রেফতার ও নির্যাতন করে সরকার ভীতি সৃষ্টি করতে চাচ্ছে। মামলা দিয়ে ভয় দেখিয়ে শেষ রক্ষা হবেনা অবিলম্বে শাহপরান থানায় দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান নেতৃবৃন্দ।