‘আইপিএলের আগে দেশ বড়’

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে বাংলাদেশের ক্রিকেটারদের খেলা নিয়ে ধোয়াশা যেন কাটছেই না। তবে ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের আগে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন টাইগারদের প্রধান কোচ চণ্ডিকা হাথুরুসিংহে। তার মতে, আইপিএলের চেয়ে দেশ বড়।

রোববার (২৬ মার্চ) সাগরিকায় জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে আসেন হাথুরু। সেখানে তাকে প্রশ্ন করা হয় আইপিএলে সাকিব-লিটনদের খেলায় তার কোনো ভূমিকা আছে কি না, জবাবে লাল-সবুজের প্রতিনিধিদের প্রধান কোচ জানান, আমার মনে হয় মোস্তাফিজও আছে? তাই না?

আইপিএলে সাকিবদের খেলা প্রসঙ্গে তিনি জানান, আমার মনে হয়, বোর্ডের সিদ্ধান্ত হচ্ছে আগে তুমি তোমার দেশের জন্য খেলো। এটা তাদের নিলামে নাম দেওয়া বা অনাপত্তি সনদ (এনওসি) চাওয়ার আগেই জানানো হয়েছে। সেটা এখনও একই রকম আছে।

আইপিএলে খেললে ক্রিকেটাররা উপকৃত হবেন কি না প্রশ্নে হাথুরুর দাবি, তাদের স্কিলে উন্নতি হবে, এতে তো কোনো সন্দেহ নেই। কারণ, আইপিএল অনেক বড় টুর্নামেন্ট। কিন্তু তাদের প্রথম প্রাধান্য হচ্ছে দেশের জন্য খেলা।