অভিষেক রাঙিয়ে যে কীর্তি গড়লেন হোসেলু

২০০৮ সালে সেল্টা ভিগোর ‘বি’ টিমের হয়ে ফুটবল ক্যারিয়ার শুরু করেন হোসেলু। এক বছর খেলেছেন রিয়াল মাদ্রিদের মূল দলের হয়ে। জার্মান বুন্দেসলিগার দুই দল হোফেনহাইম, এইনট্রাখট ফ্র্যাঙ্কফুর্টে খেলার অভিজ্ঞতাও রয়েছে তার। খেলেছেন প্রিমিয়ার লীগের স্টোক সিটি এবং নিউক্যাসল ইউনাইটেডের জার্সিতে। বর্তমানে লা লিগার ক্লাব এস্পানিওলে খেলেন হোসেলু। বিভিন্ন ক্লাবের হয়ে খেললেও ১৫ বছরের দীর্ঘ ক্যারিয়ারে আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ হয়নি ৩২ বছর বয়সী স্প্যানিশ স্ট্রাইকারের। অবশেষে হোসেলুর সেই সুযোগ এসেছে শনিবার রাতে। উয়েফা ইউরো চ্যাম্পিয়নশিপ বাছাইয়ে ‘এ’ গ্রুপের ম্যাচে নরওয়ের বিপক্ষে স্পেনের জার্সিতে অভিষেক হয় তার। আর নিজের প্রথম ম্যাচেই বাজিমাত করেন হোসেলু। জোড়া গোলে গড়হোসেলুর নৈপুণ্যের রাতে ঘরের মাঠে নরওয়েকে ৩-০ গোলে হারায় স্পেন।চোটের কারণে ইউরো বাছাইয়ে ম্যানচেস্টার সিটির গোলমেশিন আর্লিং ব্রট হালান্দকে পাচ্ছে না নরওয়ে। হালান্দবিহীন নরওয়েজিয়ানরা স্পেনের বিপক্ষে পিছিয়ে পড়ে ম্যাচের ত্রয়োদশ মিনিটেই। গোলটি করেন দানি ওলমো। ৮১তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন অভিষিক্ত হোসেলু। আর মাঠে নামার দুই মিনিটের মাথায় ৮৩তম মিনিটে গোল পান তিনি। ৮৫তম মিনিটে নিজের দ্বিতীয় গোলে স্কোরলাইন ৩-০ করেন হোসেলু। স্পেন ফুটবলের গত ২৫ বছরের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে নিজের অভিষেক ম্যাচে জোড়া গোলের কীর্তি গড়লেন তিনি। সবশেষ ১৯৯৮ সালে ফার্নান্দো মরিয়েন্তেস এই কৃতিত্ব দেখিয়েছিলেন। তিনিও স্পেনের এক ম্যাচে ৮৩ এবং ৮৫তম মিনিটেঅভিষেক রাঙিয়ে বেজায় খুশি হোসেলু। স্প্যানিশ স্ট্রাইকার ম্যাচ শেষে বলেন, ‘আমার এখনও বিশ্বাস হচ্ছে না। আমি আমার অভিষেকে দু’টি গোল করলাম। খেলোয়াড় হিসেবে এটাই তো চাওয়া।’ ইউরো বাছাইয়ে ‘এ’ গ্রুপে স্পেন-নরওয়ের বাকি প্রতিপক্ষরা হলো- স্কটল্যান্ড, জর্জিয়া এবং সাইপ্রাস। রাতের অন্য ম্যাচে সাইপ্রাসকে ৩-০ গোলে হারায় স্কটল্যান্ড। একটি করে জয়ে সমান ৩ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে স্পেন এবং দুইয়ে স্কটল্যান্ড।

‘ডি’ গ্রুপে রাতের অন্য ম্যাচে ওয়েলসের সঙ্গে ১-১ গোলে ড্র করে ক্রোয়েশিয়া। ২৮তম মিনিটে ক্রোয়াট তারকা আন্দ্রেজ ক্রামারিচের গোলের পর ৯০+৩ মিনিটে ওয়েলসে সমতায় ফেরান নাথান ব্রডহেড। ম্যাচ ড্র করায় ১ পয়েন্ট করে ‘ডি’ গ্রুপের টেবিলের দুইয়ে ওয়েলস এবং তিনে ক্রোয়েশিয়া। শীর্ষে থাকা তুরস্কের পয়েন্ট ৩। নিজেদের প্রথম ম্যাচে আর্মেনিয়াকে ২-১ গোলে হারায় তুরস্ক।