মেজর জিয়ার ঘোষনার মধ্য দিয়েই মুক্তিযুদ্ধের সূচনা হয় : ভিপি মাহবুব

বক্তব্য রাখছেন মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী (ভিপি মাহবুব)।

সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী (ভিপি মাহবুব) বলেছেন, ১৯৭১ সালের ২৫শে মার্চ রাতে ভয়াবহ গণহত্যা শুরুর পর দিশেহারা জাতিকে মুক্তির স্বপ্ন দেখিয়ে তৎক্ষালিন দেশপ্রেমিক সেনা কর্মকর্তা মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষনা দেন। মেজর জিয়ার স্বাধীনতা ঘোষনার মধ্যদিয়েই মহান মুক্তিযুদ্ধের সূচনা হয়। তাই শহীদ জিয়া, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ একই সূত্রে গাঁথা।

সোমবার বিকেলে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেনমহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরীর (ভিপি মাহবুব) সভাপতিত্বে ও সদস্য সচিব আফছর খাঁনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মাসুম ইবনে রাজ্জাক রুমেল,আবু আহমদ আনসারী,আব্দুল হাসিম জাকারিয়া,সৈয়দ আমির আলী,উসমান হারুন পনির,আজিজ খান সজিব। সদস্য- বেলাল আহমদ,তছির আলী,মিসবাহ আহমদ জেহিন,ফাহিম আহমদ চৌঃ,আবির হাসান মুহিন,দুলাল আহমদ,সৈয়দ আমীরুল হক সলিট,মেহেদি হাসান সপু,শফিকুল ইসলাম,ইকবাল হোসেন,গোলাম মোস্তফা,নুরুল হক মাসুম,সোবহান আজাদ প্রমূখ।সভার শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন জালালাবাদ থানা স্বেচ্ছাসেবক দল নেতা রাসেল আহমদ। সভায় মহানগর স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন থানা ও ওয়ার্ডের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।