মঙ্গলবার আত্মসমর্পণ করবেন ট্রাম্প, পরতে হবে না হাতকড়া

তবে ট্রাম্পের হাতে হাতকড়া থাকবে না। হবে না।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের মামলার শুনানি হবে মঙ্গলবার বিকেলে। এর আগে তিনি ফ্লোরিডা থেকে তার ব্যক্তি বিমানে করে নিউ ইয়র্ক যাবেন এবং আত্মসমর্পণ করবেন। ফেডারেল এজেন্টরা এরপর থেকে তার নিরাপত্তার দায়িত্ব নেবেন। পর্ন স্টার স্টর্মি ড্যানিয়েলসের মুখ বন্ধের জন্য তাকে এক লাখ ৩০ হাজার ডলার দেয়া ইস্যুতে ট্রাম্পকে অভিযুক্ত করেছে যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড জুরি। এখনও নির্দিষ্ট করে তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রকাশ করা হয়নি। এমনকি ট্রাম্পের আইনজীবীরাও এখন পর্যন্ত অভিযোগপত্রটি পড়ে দেখতে পারেননি।


বিবিসি জানিয়েছে, সোমবারই নিউ ইয়র্ক উড়ে যাচ্ছেন ট্রাম্প। আইনপ্রয়োগকারী সংস্থাগুলো সেভাবেই প্রস্তুতি নিচ্ছে। শত শত সিক্রেট সার্ভিস এজেন্ট মোতায়েন করা হবে ট্রাম্পের জন্য। তবে অভিযোগ গঠনের পর যে বিষয়টি নিয়ে সবথেকে বেশি প্রশ্ন উঠেছিল তা হচ্ছে, ট্রাম্পকে হাতকড়া পরানো হবে কিনা। নাম প্রকাশ না করার শর্তে সিবিএসকে এক কর্মকর্তা নিশ্চিত করেছেন যে, ট্রাম্পকে হাতকড়া পরানো হবে না।