রুশ গোয়েন্দা বিমানকে ধাওয়া করল ন্যাটোর যুদ্ধবিমান

রাল্টিক সাগরে রাশিয়ার গোয়েন্দা বিমানকে ধাওয়া করেছে ন্যাটো জোটের যুদ্ধবিমসোমবার এ ঘটনা ঘটে। বাল্টিক সাগর অঞ্চলের নিরাপত্তায় ন্যাটোর দায়িত্ব পালন করছে যুক্তরাজ্য ও জার্মানির যুদ্ধবিমান। খবর আনাদোলুর।

যুক্তরাজ্যের বিমানবাহিনী এক বিবৃতিতে এ তত্য জানিয়েছে। ন্যাটোর এ অঞ্চলের আকাশসীমা পাহারা দিচ্ছে যুক্তরাজ্যের যুদ্ধবিমান তাইফুন এবং জার্মানির যুদ্ধবিমান রিচটোফেন।

বিবৃতিতে যুক্তরাজ্যের বিমানবাহিনী এক পাইলট বলেন, আমরা প্রাই লক্ষ্য করছি, বাল্টিক সাগরের ওপর দিয়ে রুশ যুদ্ধবিমান ও গোয়েন্দা বিমান উড়ে যাচ্ছে। ন্যাটোর আকাশসীমা মুক্ত রাখা আমাদের রুটিন কাজের অংশ।

এর আগে গত মার্চেও এস্তোনিয়ার আকাশসীমা থেকে জার্মানি ও যুক্তরাজ্যের যুদ্ধবিমান দুইবার রুশ বিমানকে তাড়া করেছে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে বিশেষ অভিযান শুরুর পর থেকে বাল্টিক অঞ্চলের দেশ লাতভিয়া, লিথুনিয়া ও এস্তোনিয়া তাদের সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে।