‘কাফির কাফির কাদিয়ানীরা কাফির’

কাফির কাফির কাদিয়ানীরা কাফির’, ‘নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই’, এরকম অসংখ্য স্লোগানে মুখরিত সিলেট নগরী। শনিবার (২৭ মে) দুপুর থেকে মহানগরীর রেজিস্ট্রারি মাঠে শুরু হওয়া সিলেটে বিভাগীয় খতমে নব্যুওয়ত মহাসমাবেশ ২টার মধ্যেই জনসমুদ্রে পরিণত হয়। রেজিস্ট্রারি মাঠ ছাড়িয়ে মহাসমাবেশ তালতলা, নাগরি চত্বর, কামরান চত্বরে মিশে যায়।

কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে সিলেটে মহাসমাবেশের আয়োজন করে ওলামা পরিষদ বাংলাদেশ।

মিছিলে সিলেট বিভাগের চার জেলার হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লীরা যোগ দেন।

মহাসমাবেশ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা মহসিন আহমদ। পরবর্তী অধিবেশনগুলোতে সভাপতিত্ব করেছেন মাওলানা শায়খ জিয়া উদ্দিন, মাওলনা আলিমুদ্দিন দূর্লভপুরী।

সঞ্চালনায় ছিলেন মাওলানা রশিদ আহমদ, মাওলনা আহমদ সগীর ও মাওলনা সিরাজুল ইসলাম।

এই রিপোর্ট লেখা পর্যন্ত (বিকাল ৫টা) খতমে নব্যুওয়ত মহাসমাবেশে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনিত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী সহ দেশের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত হয়ে বক্তব্য রাখছেন।