কর্মসূচি পালনের অনুমতি চাইতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কার্যালয়ে প্রবেশের সময় জামায়াতের চার নেতাকে আটক করার অভিযোগ পাওয়া গেছে। দলটির প্রচার বিভাগের সেক্রেটারি এডভোকেট মতিউর রহমান আকন্দ জানান, ‘কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আগামী ৫ই জুন বায়তুল মোকাররমে সমাবেশ করার কথা রয়েছে জামায়াতের।
এই সমাবেশের ব্যাপারে সহযোগিতার জন্য জামায়াতের পক্ষ থেকে কয়েকজন আইনজীবী ডিএমপির সদর দপ্তরে গিয়েছিলেন। সেখান থেকে তাদের আটক করে অজ্ঞাতস্থানে নিয়ে যাওয়া হয়েছে।’ এ বিষয়ে যোগাযোগ করা হলে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) ড. খ. মহিদ উদ্দিন বলেন, ‘ডিএমপির সদর দপ্তর থেকে কাউকে আটকের ঘটনা ঘটেনি।’ জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছে যাদের আটক করা হয়েছে তারা হলেন, এডভোকেট সাইফুর রহমান, এডভোকেট ড. গোলাম রহমান ভূঁইয়া, এডভোকেট আব্দুল বাতেন এবং এডভোকেট জালাল উদ্দীন ভূঁইয়া।
মন্তব্য