কলকাতার অভিনেত্রী মিশকা ওরফে অহনা দত্ত। ছোট পর্দার অভিনয়ের জন্য দর্শকের কাছে তিনি খল অভিনেত্রী হিসেবে পরিচিত। বর্তমানে প্রেমের জন্য মায়ের সঙ্গে খারাপ সম্পর্ক যাচ্ছে তার। মায়ের সঙ্গে কথা বলাও বন্ধ আছে এই অভিনেত্রীর। প্রথম সিরিয়াল ‘অনুরাগের ছোঁয়া’তে অভিনয় করতে গিয়ে সম্পর্কে জড়ান অভিনেত্রী অহনা। তবে তার প্রেম মোটেও পছন্দ নয় মায়ের। তাই প্রায় এক বছর ধরে মায়ের সঙ্গে কোনো কথা নেই তার। অহনার প্রেমিকের নাম দীপঙ্কর রায়। সেও এই ইন্ডাস্ট্রির সঙ্গেই যুক্ত আছেন দীর্ঘদিন। অহনার মায়ের অভিযোগ, তার মেয়ে নাকি বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়িয়েছে এবং অন্যের সংসার ভাঙছেন বলে অভিযতবে অহনা মা এবং অন্যদের কথায় গুরুত্ব দেননি কখনোই। অহনা বলেন, সম্পূর্ণ ভুল তথ্য ছড়ানো হচ্ছে। আমি কারও সংসার ভাঙিনি। যার সঙ্গে আমি প্রেমের সম্পর্কে আছি, তার বহু দিন হলো আইনি বিচ্ছেদ হয়ে গিয়েছে। তিনি আরও বলেন, তবে মা-মেয়ের মধ্যে ঝগড়া হতেই পারে।
এর কারণে আমাদের সম্পর্কের ওপর কোনো প্রভাব পড়বে না। প্রেমের জন্য শুধু মায়ের সঙ্গে সম্পর্কের অবনতি নয়, এক নয়া কাণ্ডও ঘটিয়েছেন তিনি। সম্প্রতি অহনা প্রেমিকের নাম বুকে খোদাই করে লিখেছেন এবং একটি ভিডিও শেয়ার করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। সেখানে নানাজন নানাভাবে মন্তব্য করছেন। তার উত্তরও দিচ্ছেন এই অভিনেত্রী।
মন্তব্য