সিলেটে ট্যুরিস্ট পুলিশের মানবিকতা

সিলেটে পর্যটকদের নিরাপত্তা ও বিভিন্ন সময় বিপদে পড়াদের সাহায্যে পাশে দাঁড়িছে সিলেট জেলা ট্যুরিস্ট পুলিশ।প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি জাফলংয়ে প্রতিদিন দেশ-বিদেশের বিভিন্ন স্থান থেকে আসেন পর্যটকরা।আর তাদের সেবা দিয়ে প্রশংসা কুঁড়িয়েছে ট্যুরিস্ট পুলিশ।

পূর্বের ন্যায় এবারও ট্যুরিস্ট পুলিশ মানবিকতায় এগিয়ে এসেছে। ঢাকার মিরপুর থেকে পরিবারকে সঙ্গে নিয়ে জাফলং বেড়াতে আসেন সাজ্জাদ হোসেন।

বুধবার (১৩সেপ্টেম্বর) জাফলংয়ের মায়াবী ঝর্ণা ভ্রমণে এসে পা কেটে আহত হন সাজ্জাদ।তাৎক্ষনিক আশ-পাশে কোনো চিকিৎসা সেবা না নিতে পারলেও তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন ট্যুরিস্ট পুলিশের ওসি রতন শেখ।

এব্যাপারে জাফলং ট্যুরিস্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ জানান, মায়াবী র্ঝণায় ভ্রমণে গিয়ে একজন পর্যটক পা কেটে ফেলেন।পরে আমাদের সদস্যরা তাকে অফিসে নিয়ে এলে আমরা তাকে প্রাথমিক চিকিৎসা দেই।সিলেট জেলা ট্যুরিস্ট পুলিশ সব সময় পর্যটকদের সেবায় কাজ করে যাচ্ছে।