নিজেকে মধ্যবিত্ত দাবি শিল্পার

দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য সিনেমা উপহার দিয়েছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি। ব্যক্তিগত জীবনে রাজ কুন্দ্রার সঙ্গে ঘর বেঁধেছেন তিনি। এ সংসারে তাদের দুটো সন্তান রয়েছে। কাজের ফাঁকে সন্তানদের সঙ্গে অনেক সময় কাটান তারা। যদিও শৈশবে শিল্পা তার বাবা-মা’কে খুব কম কাছে পেয়েছেন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে নিজের শৈশব ও ক্যারিয়ার নিয়ে কথা বলেছেন শিল্পা শেঠি। শৈশবের স্মৃতি হাতড়ে এ অভিনেত্রী বলেন, আমার মাঝে আমার মায়ের ভীষণ প্রভাব রয়েছে। আমরা বুঝতে পেরেছিলাম আমাদের বাবা-মা কাজ করেন। আমরা বাবা-মা’কে খুব কম দেখেছি। তাদেরকে সাপ্তাহিক ছুটির দিওই সময়ে আমরা তাদের কাছে পেতাম। এ ছাড়া তাদের আর কোনো অপশন ছিল না। কিন্তু আমরা আমাদের বাচ্চার সঙ্গে অনেক সময় কাটাই। অভিনয় ক্যারিয়ারে খ্যাতি যেমন কুড়িয়েছেন, তেমনি অর্থনৈতিকভাবেও সফল শিল্পা। কিন্তু নিজেকে মধ্যবিত্ত বলে দাবি করলেন এ অভিনেত্রী। তার মতে, দীর্ঘ ছুটিতে গিয়ে আমরা কোয়ালিটি টাইম কাটাই। আমরা একসঙ্গে ব্রেকফাস্ট করি, ডিনার করি। সম্ভবত রাজ এবং আমি খুবই মধ্যবিত্ত। আমরা মধ্যবিত্ত পরিবারেই বেড়ে উঠেছি। সুতরাং আমরা আমাদের সন্তানদের সেরাটা দিতে চাই। শিল্পা শেঠির পরবর্তী সিনেমা ‘সুখী’। এতে তাকে আটপৌরে ভারতীয় গৃহিণীর চরিত্রে দেখা যাবে, যে তার রোজকার জীবন থেকে মুক্তি চায়। এ চরিত্র প্রসঙ্গে শিল্পা বলেন, এই সিনেমার চরিত্রটা এমনই, যা আমি আমার ৩০ বছরের অভিনয় জীবনে করিনি। চরিত্রটি আমার মনের অনেক কাছের।

সোনাল যোশী পরিচালিত এ সিনেমা আগামী ২২শে সেপ্টেম্বর মুক্তি পাবে।