ছাতকে বিএনপি-যুবদল ও জামাতের ৭ নেতা-কর্মীকে আটক

ছাতকে বিএনপি, যুবদল ও জামাতের ৭ নেতা কর্মীকে আটক করেছে পুলিশ। রবিবার (১২ নভেম্বর) দুপুরে ছাতক শহর ও আশ-পাশ এলাকা থেকে তাদের আটক করা হয়।পুলিশের হাতে আটক হয়েছেন ছাতক উপজেলার ভাতগাও ইউনিয়নের পাগনারপার গ্রামের লাল মিয়ার পুত্র বিএনপি নেতা সমসাদ মিয়া (৩২), দোলারবাজার ইউনিয়নের পালপুর গ্রামের ওয়াহাব আলীর পুত্র বিএনপি নেতা হাবিবুর রহমান (৪০)পৌর সভার তাতিকোনা গ্রামের আব্দুল মতলিবের পুত্র পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আশরাফুল হক খেলন(৪০),ছৈলা আফজলাবাদ ইউনিয়নের দিঘলী রামপুর গ্রামের মুহিবুর রহমানের পুত্র স্বেচ্ছাসেবক দল নেতা মাহবুব রহমান (৩৩), একই ইউনিয়নের বাসনাকান্দি গ্রামের ইউনুস আলীর পুত্র যুবদল নেতা হেলাল আহমেদ( ৪২), ক্ষিদ্রা গ্রামের হাজী জমসর আলীর পুত্র ইকরাম আলী (৩০), ভাতগাও ইউনিয়নের আনুজানি গ্রামের মিয়ানুর আলীর পুত্র জামাত নেতা দেলোয়ার হোসেন( ৩২)।জানা যায়, হাসনাবাদ এলাকায় অবরোধের সমর্থনে মিছিল করলে পুলিশ তাদেরকে ধাওয়া করে। এ সময় মিছিল ছত্রভঙ্গ হয়ে পালানোর সময় পুলিশ তাদেরকে আটক করে।আটকের সত্যতা নিশ্চিত করে ছাতক থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ আলম জানান, নাশকতা সৃষ্টির লক্ষ্যে জড়ো হয়ে মিছিল করে রাস্তা অবরোধ করায় তাদেরকে আটক করা হয়েছে।