আগামী নির্বাচন প্রশ্নে শর্তহীন সংলাপের আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর পাঠানো চিঠি এখনও পায়নি আওয়ামী লীগ। তবে তার আগেই সংলাপ প্রশ্নে দলটির নেতারা বলছেন, কীসের সংলাপ, কার সঙ্গে সংলাপ? কেউ কেউ অবশ্য বলছেন, সময় হাতে খুব কম থাকলেও সংলাপে বসা সম্ভব।
এদিকে, আজ বুধবার সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণার পরপরই আনন্দ মিছিল করার প্রস্তুতি রয়েছে ক্ষমতাসীন দলটির। কেন্দ্র থেকে সারাদেশেই এমন নির্দেশনা পাঠানো হয়েছে। এর আগে বিএনপি ও তার মিত্রদের পঞ্চম দফার দু’দিনের অবরোধ কর্মসূচি ঘিরে সম্ভাব্য নাশকতা-সন্ত্রাস ঠেকাতে চলমান সতর্ক পাহারাও অব্যাহত রাখবেন নেতাকর্মীরা। এর সঙ্গে তপশিল ঘোষণার প্রেক্ষাপটে নাশকতা-সন্ত্রাস বৃদ্ধির শঙ্কা যুক্ত হওয়ায় এই ‘সতর্ক পাহারা’ আরও জোরদারের কথা বলছেন দলের নেতারা। গত সোমবার সংসদের বিরোধী দল জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরকে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রীর চিঠি পৌঁছে দেন রাষ্ট্রদূত পিটার হাস। এর পরই এ বিষয়টি নিয়ে দেশজুড়ে তুমুল আলোচনা ছড়িয়ে পড়ে। ওই সময় বলা হয়, শর্তমুক্ত সংলাপের আহ্বান সংবলিত চিঠিটি জাতীয় পার্টি ছাড়াও আওয়ামী লীগ ও বিএনপিকেও পাঠানো হয়েছে। পরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী চিঠি পাওয়ার কথা গণমাধ্যমের কাছে স্বীকার করলেও আওয়ামী লীগ নেতারা তখন পর্যন্ত ডোনাল্ড মঙ্গলবার সন্ধ্যায় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া সমকালকে জানান, এখন পর্যন্ত কোনো চিঠিই পাননি তারা।
এদিকে, দেশের প্রধান তিন রাজনৈতিক দলের সংলাপের আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্রের তরফে পাঠানো এই চিঠি নিয়ে গতকাল দেশজুড়ে আলোচনার ঝড় চলছে। বিশেষ করে নির্বাচনের তপশিল ঘোষণার পর এক দফা ও সরকার পতনের আন্দোলনে রাজপথে থাকা বিএনপির সঙ্গে সংলাপের সম্ভাবনা নিয়েও গুঞ্জন চলছে। অনেকেই বলছে, তপশিল ঘোষণার পর আগামী নির্বাচনের কার্যক্রম শুরু হয়ে যাবে। এই অবস্থায় সরকার বা আওয়ামী লীগের তরফে সংলাপের আয়োজন করা হবে কিনা? প্রধানমন্ত্রীর পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে অনড় বিএনপিও মার্কিন যুক্তরাষ্ট্রের আহ্বানে সাড়া দিয়ে ‘শর্তমুক্ত সংলাপ’ করতে সম্মত হবে কিনা?লুর চিঠি পাননি বলে জানান।
মন্তব্য