সিলেটে বিএনপির মিছিল থেকে ককটেল বিস্ফোরণ, আটক ২

সিলেট জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের মিছিল থেকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ দুই সন্দেহভাজনকে আটক করেছে

প্রত্যক্ষদর্শীরা জানানা, আজ শনিবার সন্ধ্যা ৭টার দিকে নগরীর বন্দরবাজারের রঙমহল টাওয়ার থেকে সিলেট জেলা ও মহানগর বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একটি মশাল মিছিল বের করে।

মিছিলটি করিম উল্লাহ মার্কেটের সামনে যাওয়ার পর রাস্তায় মশালগুলো ফেলে মিছিল করতে থাকে তারা।

ঠিক তখনি সেখানে একটি ককটেলের বিস্ফোরণ ঘটলে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পথচারিরা দিগ্বিদিগ ছুটতে থাকেন।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কোতোয়ালী থানা পুলিশ। তাদের উপস্থিতি টের পেয়ে মিছিলকারীরা দ্রুত সটকে পড়েন।

তবে পুলিশ সন্দেহভাজন হিসাবে দু'জনকে আটক করে। তারা হলেন নজরুল ইসলাম সানি ও ইমরান হোসেন রাফি।  

এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালী থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মোহাম্মদ আলী মাহমুদের নম্বরে কল দিলে তা ব্যস্ত পাওয়া যায়।

তবে বিষয়টি নিশ্চিত করেছেন ওসি তদন্ত সুমন কুমার চৌধুরী। ।