ফিলিস্তিনের গেঞ্জি পরে দর্শক ঢুকে পড়ল বিশ্বকাপের ফাইনালে

ভারতের আহমেদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে চলতি বিশ্বকাপের ফাইনালে লড়ছে ভারত-অস্ট্রেলিয়া। ম্যাচ চলাকালীন গ্যালারি থেকে একজন দর্শক আচমকা মাঠে ঢুকে পড়েন। দৌড়ে গিয়ে ভারতীয় ব্যাটার বিরাট কোহলিকে জড়িয়ে ধরেন এইইনিংসের ১৪তম ওভারে মাঠে প্রবেশ করা ওই দর্শকের গায়ে ছিল ফিলিস্তিনে হামলা বন্ধের দাবিসমৃদ্ধ টিশার্ট। এছাড়া মুখে ছিল একই ব্যানারের মাস্ক। এসময় কিছুক্ষণের জন্য খেলা বন্ধ রাখতে হয়। এরপর দ্রুততম সময়ের মধ্যে নিরাপত্তা কর্মীরা তাকে মাঠ থেকে বের করে নিয়ে যান। যদিও পুরো ঘটনার বেশিভারভাগ সম্প্রচায় ক্যামেরায় দেখানো হয়নি সমর্থক।