হরতালের দ্বিতীয় দিনে সিলেটে গাড়ি ভাংচুর ও ককটেল বিস্ফোরণ

বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিনের শুরুতেই সিলেট নগরীতে গাড়ি ভাংচুর করছে যুবদল ।সোমবার( ২০নভেম্বর) সকাল পৌণে নয়টার দিকে নগরীর উপশহর পয়েন্টে হরতাল সমর্থনে কয়েকটি মোটরসাইকেল নিয়ে মিছিল বের করে যুবদল। এসময় একটি ট্রাক ও একটি অটোরিকশা (সিএনজি) ভাংচুর করে যুবদলের কর্মীরা।তবে, পুলিশ বলছে কোনো ধরনের গাড়ি ভাংচুর হয়েছে বলে তাদের জানা নেই।দুর্বৃত্তরা পিকেটিংয়ের চেষ্টা করলে তাদের ধাওয়া দিলে পালিয়ে যায়।প্রত্যক্ষদর্শী সূত্র জানা যায়, সকাল পৌণে নয়টার দিকে উপশহর পয়েন্টে কয়েকটি মোটরসাইকেলে হেলমেটধারী যুবদলের কয়েকজন সড়ক অবরোধ করে একটি ট্রাক ও অটোরিকশা(সিএনজি)ভাংচুর করে এবং ককটেল বিস্ফোরণ ঘটায়।২-৩মিনিটের মধ্যে পুলিশ আসার আগেই সটকে পড়ে যুবদলের নেতাকর্মীরা।এব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার ওসি তদন্ত সুমন কুমার চৌধুরী বলেন, উপশহর পয়েন্টে দুর্বৃত্তরা পিকেটিংয়ের চেষ্টা করলে পুলিশ ধাওয়া দিলে তারা পালিয়ে যায়।