করোনাভাইরাসের চিকিৎসায় অ্যাভিগান ওষুধ অনুমোদন দেবে জাপান

আন্তর্জাতিক ডেস্ক:জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে বলেছেন, তার সরকার ফ্লু চিকিৎসায় ব্যবহৃত অ্যাভিগ্যান ওষুধকে করোনাভাইরাসের চিকিৎসায় ব্যবহারের দ্রুত অনুমতি দিতে চেষ্টা চালাবে। রাজধানী টোকিওতে এক দিনে ৬৩ জন নতুন রোগীর সন্ধান পাওয়ার পর তিনি বলেন, “আমরা ধসে পড়ার দ্বারপ্রান্তে।” তিনি বলেন, কভিড-১৯ যেন নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া বা স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে ভারাক্রান্ত করে ফেলার আগেই দীর্ঘমেয়াদী লড়াইয়ের জন্য প্রস্তুত হতে হবে জাপানকে। এ খবর দিয়েছে নিক্কেই এশিয়ান রিভিউ। বিভিন্ন অর্থনৈতিক উদ্দীপনা ঘোষণা করার পাশাপাশি তিনি বলেন, ফ্লুর বিরুদ্ধে ব্যবহৃত জাপানি ওষুধ অ্যাভিগ্যান যেন করোনাভাইরাসের চিকিৎসায় ব্যবহার করা যায়, সেজন্য অনুমোদন লাভের জন্য সরকার এর পরীক্ষামূলক ব্যবহার শুরু করবে। জাপানি প্রতিষ্ঠান ফুজিফিল্ম হোল্ডিংস এই ওষুধ প্রস্তুত করে থাকে। প্রধানমন্ত্রী বলেন, কয়েক ডজন করোনা আক্রান্ত রোগীর চিকিৎসায় ব্যবহারের পর এই ওষুধের কার্যকারিতার লক্ষণ পাওয়া গেছে। ইতিমধ্যেই বহু দেশ এই ওষুধ নিয়ে আগ্রহ প্রকাশ করেছে। তিনি বলেন, জাপান শিগগিরই অন্যান্য দেশের সঙ্গে সহযোগিতার ভিত্তিতে ক্লিনিক্যাল গবেষণা অব্যাহত রাখবে। শিগগিরই বড় আকারে এই ওষুধ উৎপাদন শুরু হবে। এর আগে করোনা আক্রান্ত রোগীদের মধ্যে এই ওষুধ ব্যবহার করে সাফল্য পাওয়ার কথা জানিয়েছেন চীনা চিকিৎসকরা। তারা বলেছেন, সাধারণত একজন করোনা আক্রান্ত রোগী সুস্থ হতে যত সময় লাগে, এই ওষুধ প্রয়োগ করলে তারও আগে রোগী সুস্থ হয়ে উঠেন। তবে জাপানি বিশেষজ্ঞরা বলছেন, যেসব রোগীর অবস্থা গুরুতর হয়ে যায়, তাদের বেলায় এই ওষুধ তেমন কাজ করে না। প্রসঙ্গত, এর আগে ইবোলার চিকিৎসায় ব্যবহারের জন্য আফ্রিকায় এই ওষুধ পাঠিয়েছিল জাপান।