'আমি মৃত্যুকে ভয় পাই না, মৃত্যু আমাকে ভয় পায়': মমতা

ঈদের সকালে রেড রোডের অনুষ্ঠানে পৌঁছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুরুতেই ঐক্যের বার্তা দিয়ে বলেছেন, ''সবাই একসঙ্গে থাকবে এটাই চাই। একজোট হয়ে থাকলে কেউ কাউকে আলাদা করতে পারবে রাজ্যে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ), জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) তিনি যে মানবেন না তা আরো একবার স্পষ্ট করে দিলেন । মঞ্চ থেকে তার বার্তা, ‘আমি জানি অনেকের মনে প্রশ্ন আছে সিএএ, এনআরসি হবে কি না। আবার অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে আসছে। কিন্তু আমরা গায়ের জোর মানব না। ( বিজেপি ) বলছে, নাগরিক কীভাবে হলেন? আপনি আগে ভাবুন, আমরা যদি নাগরিক না হই, তাহলে আপনারা কীভাবে নাগরিক হলেন? মানুষ ভোট দিয়ে প্রধানমন্ত্রী বানিয়েছে, মুখ্যমন্ত্রী বানিয়েছে।’

এই প্রসঙ্গেই বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানান তিনি। বলেন, ''বিজেপি সবাইকে ইডি-সিবিআই দেখাচ্ছে। চকোলেট বোমা ফাটলেও এনআইএ পাঠিয়ে দিচ্ছে। ভয় দেখিয়ে জেলে রাখার চেষ্টা করছে। কিন্তু আমি এজেন্সিকে ভয় পাই না।'' 

তার কথায়, ''আমি মৃত্যুকে ভয় পাই না।