মোগলাবাজারে প্রচারণা ও জীবাণুনাশক স্প্রে করলো পুলিশ

নন্দিত সিলেট:করোনাভাইরাস প্রতিরোধে জীবাণুনাশক স্প্রে ছিটানো ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে এসএমপির মোগলাবাজার থানা পুলিশ। শুক্রবার (৩ এপ্রিল) দিনভর মোগলাবাজার এলাকার আলমপুর, গোটাটিকর, রাখালগঞ্জ, চৌধুরী বাজার, হাজীগঞ্জ, মোগরাবাজার এলাকায় এসব কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় করোনাভাইরাসকে বৈশ্বিক মহামারী উল্লেখ করে সবাইকে সচেতন হওয়ার আহবান জানান পুলিশ সদস্যরা। সবাইকে ঘরে থাকার পরামর্শ দিয়ে অযথা বাইরে বের না হওয়ার জন্য অনুরোধ করা হয়। কারণ করোনায় আক্রান্ত কোন রোগী যে কারো কাছে গেলে এ রোগ ছড়াতে পারে। তাই প্রত্যেকেই নিজ নিজ বাসা-বাড়ি ঘরে অবস্থান করে পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে নিজেও অপরকে রক্ষা করতে হবে বলেও জনগণকে জানান পুলিশের সদস্যরা। এছাড়াও পুলিশের সদস্যরা করোনা নিয়ে আতঙ্কিত না হয়ে সতর্ক হওয়ার আহবান জানিয়ে বলেন, কোন গুজবে কান দিবেন না. একই সাথে গুজব ছড়াবেন না। সর্বাবস্থায় সকলকে সতর্কভাবে থাকার পরামর্শ দেয় পুলিশ। যে কোন সমস্যায় পুলিশ জনগণের সাথে আছে জানিয়ে পুলিশ সদস্যরা প্রবাসীদের সকল ভয়-ভীতির ঊর্ধ্বে থেকে পুলিশের সহায়তা গ্রহণ করার আহবান জানান। এসময় সিলেট মেট্রোপলিটন পুলিশের মোগলাবাজার থানার সহকারী পুলিশ কমিশনার পলাশ রঞ্জন দে, থানার ওসি আখতার হোসাইনসহ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।