সিলেট থেকে উড়াল দিয়েছেন ১১০৩ ব্রিটিশ নাগরিক

করোনাভাইরাস বাংলাদেশে ছোবল হানার পর বন্ধ হয়ে যায় আকাশপথে বিমান যোগাযোগব্যবস্থা। ফলে যুক্তরাজ্য থেকে এ দেশে আসা ব্রিটিশ নাগরিকরাও (যারা মূলত বাংলাদেশি বংশোদ্ভূত) আটকা পড়েন। বিশেষ করে সিলেট অঞ্চলে বিপুল সংখ্যক ব্রিটিশ নাগরিক ছুটিতে বেড়াতে এসে ফেঁসে যান। আটকা পড়া এসব নাগরিকদের ফেরাতে বিশেষ উদ্যোগ নেয় ঢাকাস্থ যুক্তরাজ্য হাইকমিশন। নাগরিকদের ফেরাতে তারা বিশেষ চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করে। গত ২১ এপ্রিল থেকে গতকাল বৃহস্পতিবার (৭ মে) পর্যন্ত ৮টি ফ্লাইটে সিলেট থেকে ১১০৩ জন ব্রিটিশ নাগরিক বিমানে উড়ে ফিরে গেছেন যুক্তরাজ্যে। জানা গেছে, গত ২১ এপ্রিল একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে সিলেট থেকে প্রথম দফায় ১৫৬ জন যুক্তরাজ্যে রওয়ানা হন। এরপর ২৩ এপ্রিল দ্বিতীয় দফায় ১৫৬ জন, ২৫ এপ্রিল তৃতীয় দফায় ১২২ জন, ২৬ এপ্রিল চতুর্থ দফায় ১০১ জন, ২৯ এপ্রিল পঞ্চম দফায় ১২৭ জন, ১ মে ৬ষ্ঠ দফায় ১৪৪ জন, ৫ মে সপ্তম দফায় ১৫৩ জন ব্রিটিশ নাগরিক ফিরে যান। সর্বশেষ গতকাল বৃহস্পতিবার ১৪৪ জন যাত্রী নিয়ে আকাশে উড়াল দেয় যুক্তরাজ্যের বিশেষ চার্টার্ড ফ্লাইট। অবশ্য এসব যাত্রী সরাসরি যুক্তরাজ্যে যাননি। প্রথমে তাদেরকে বিমানযোগে ঢাকায় নেওয়া হয়। সেখানে দেশের অন্যান্য স্থানের যাত্রীদের নিয়ে যুক্তরাজ্যে যায় বিমান। ঢাকায় নিয়োজিত ব্রিটিশ হাইকমিশনার ফেসবুকে এক ভিডিওবার্তায় জানিয়েছেন, আপাতত তাঁদের চার্টার্ড ফ্লাইট শেষ। নতুন করে ফ্লাইটের চিন্তা তাঁরা করছেন না