বস্তাবন্দি লাশের পরিচয় শনাক্ত

সিলেটের এমসি কলেজের পাশের নর্দমা থেকে উদ্ধারকৃত লাশের পরিচয় শনাক্ত করা হয়েছে। তিনি নগরীর আখালিয়া এলাকার দুসকির বাসিন্দা রনজিত দাস (৬৫)। গত শুক্রবার তিনি নিখোঁজ হন। নিখোঁজের ঘটনায় পরদিন শনিবার নগরীর জালালাবাদ থানায় নিহতের ছেলে শংকর দাস একটি সাধারণ ডায়েরি করেন।নিখোঁজের চারদিন পর তার খণ্ড-বিখণ্ড লাশ উদ্ধার করে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ১০দিকে দুটি বস্তাবন্দি অবস্থায় এই মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার আজবাহার আলী শেখ।এদিকে, এ ঘটনায় নগরীর বাদাম বাগিচা এলাকার আব্দুল মালেককে আটক করা হয়েছে। স্থানীয়রা তাকে আটক করলে তিনি নিজেই নিজের পেটে ছুরি মারেন। এখন তিনি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন বলে জানান মহানগর পুলিশের উপ-কমিশনার আজবাহার আলী শেখ।তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি হত্যাকাণ্ড। লাশের ময়না তদন্ত হবে; এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে। প্রত্যক্ষদর্শীরা জানান, এমসি কলেজের ছাত্রাবাসের পাশ দিয়ে বয়ে যাওয়া নর্দমার পাশে কে বা কারা দুটি বস্তা ফেলে যায়। পরে সেখান থেকে দুর্গন্ধ বের হলে সন্দেহবশত পুলিশকে খবর দেওয়া হয়। রাত ১১টায় পিবিআই সদস্যরাও সেখান থেকে আলামত সংগ্রহ করেন।পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, ইজিবাইক চালানো নিয়ে কিছুদিন আগে রনজিত দাসের সঙ্গে কথা কাটাকাটি হয়েছিল আব্দুল মালেকের। এ থেকে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।