পাকিস্তানে ইমরান খানের দলের প্রতীক বাতিল

জাতীয় নির্বাচনের আগে ইমরান খানের দল পাকিস্তান তেহরিকে ইনসাফ (পিটিআই)-এর দলীয় প্রতীক ক্রিকেট ‘ব্যাট’ কেড়ে নিয়েছে নির্বাচন কমিশন। শুধু তা-ই নয়, পিটিআই দলের ভিতরের নির্বাচনকে বেআইনি বলে ঘোষণা করেছে কমিশন। ডসমগ পাকিস্তানি মিডিয়ার খবরে বলা হয়েছে, এই আদেশ দেয়ার পর ব্যারিস্টার গওহর আলি খান আর দলটির চেয়ারম্যান নেই। শুক্রবার রাতে পাকিস্তান নির্বাচন কমিশন এসব রায় দেয়। নির্বাচন কমিশনের ৫ সদস্যের বেঞ্চ এ রাতে সংরক্ষিত রায় প্রকাশ করে। এতে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার সিকান্দার সুলতান রাজা। এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ। পিটিআইয়ের সাবেক সদস্য আকবর এস বাবরের আবেদনের শুনানি শেষে কমিশন ১১ পৃষ্ঠার রায় ঘোষণা করে। আগামী ৮ই ফেব্রুয়ারি দেশ যখন নির্বাচনমুখী, সব দল মাঠে নেমে পড়েছে, তখন সাবেক ক্ষমতাসীন দল পিটিআইয়ের জন্য এই রায়কে বিরাট এক আঘাত হিসেবে দেখা হচ্ছে। এরই মধ্যে কয়েক মাস ধরে দলটির চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান জেলবন্দি। খুব সহসাই তিনি মুক্তি পাবেন বলে মনে হয় না।