ইসরাইল-হামাস তীব্র লড়াই চলছে গাজায়

গাজায় ত্রাণ বৃদ্ধির প্রস্তাব জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাস হলেও ইসরাইলের তীব্র বোমা হামলার মুখে অর্থপূর্ণভাবে ত্রাণ বিতরণ করতে পারছে না ফিলিস্তিন বিষয়ক জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা। বিভিন্ন এলাকায় ইসরাইলের সেনাবাহিনী ও হামাসের মধ্যে তীব্র লড়াই চলছে। 

   

ওদিকে বেথলেহেমের পাস্তুর মুনথার আইজাক গাজায় এই গণহত্যা বন্ধের আহ্বান জানিয়েছেন। ফিলিস্তিনজুড়ে চার্চগুলোতে বড়দিনের অনুষ্ঠান বাতিল করার প্রেক্ষিতে তিনি এ আহ্বান জানিয়েছেন। গাজায় ইসরাইলের বোমা হামলায় আরও একজন সাংবাদিক আহমেদ জামাল আল মাদুন নিহত হয়েছেন। এ নিয়ে সেখানে কমপক্ষে ১০১ জন সাংবাদিক নিহত হলেন। গাজা কর্তৃপক্ষ বলছে, নিহত সাংবাদিক আহমেদ জামাল আল রাই এজেন্সির উপপরিচালক। 

ওদিকে ইসরাইলের হামলায় গাজায় কমপক্ষে ৫০টি মিডিয়া হাউস পুরোপুরি অথবা আংশিক ধ্বংস হয়েছে। আল জাজিরার আরবি বিভাগের ক্যামেরাম্যান সামির আবুদাকা নিহত হয়েছেন এর আগে। ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্টসের ডেপুটি সেক্রেটারি জেনারেল টিম ডসন আল জাজিরাকে বলেছেন, গাজায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়েই যাচ্ছে। কোনো যুদ্ধে এত সাংবাদিক মারা যাওয়া তিনি কখনো দেখেননি বলে জানান। 

ওদিকে ফিলিস্তিনের তুলকারেম শহরে ইসরাইলি সেনাদের বিরুদ্ধে হাতে তৈরি বিস্ফোরক ব্যবহার করে তীব্র লড়াই করছে হামাস যোদ্ধারা। নাবলুস শহরে ফিলিস্তিনি এবং ইসরাইলি সেনাদের মধ্যে তুমুল যুদ্ধ চলছে বলে খবর দিয়েছে আল জাজিরা।