গাজা ও পশ্চিমতীরে হামলা অব্যাহত

দখলিকৃত পশ্চিমতীরের রামাল্লাহ ও অন্যান্য শহরে অভিযান চালিয়ে যাচ্ছে ইসরাইলি বাহিনী। নুসেইরাত শরণার্থী শিবিরে তাদের হামলায় নিহত হয়েছেন কমপক্ষে সাত ফিলিস্তিনি। ফিলিস্তিনের বার্তা সংস্থা ওয়াফা বলছে, বুধবার থেকেই ইসরাইলি সেনারা গাজার কেন্দ্রীয় অঞ্চলের দিকে বিস্তৃত অভিযান শুরু করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, লাখো ফিলিস্তিনি ইসরাইলের হামলা থেকে রক্ষা পেতে মধ্য গাজা ও খান ইউনুস থেকে পালিয়ে যাচ্ছেন। এরই মধ্যে গাজায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে কমপক্ষে ২১ হাজার ১১০। আহত হয়েছেন ৫৫ হাজার ২৪৩ জন। ওদিকে রামাল্লাহ থেকে আল জাজিরার সাংবাদিক ইমরান খান বলছেন, রামাল্লাহ এবং অন্য দুটি শহরের দোকানপাট থেকে ইসরাইলি সেনারা প্রায় ২৫ লাখ ডলার জব্দ করেছে। একটি এক্সচেঞ্জের দোকান থেকে তাদের অর্থ জব্দ করেছে তারা। 

।